বটি দিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন করলো ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৩

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার কলেজগেট এলাকায় মাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে শাখাওয়াত হোসেন মাসুদকে (৩০) আটক করেছে পুলিশ। বুধবার (৮ মার্চ) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

নিহত জোৎসা বেগম (৬০) গাজীপুর কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন।

নিহতের মেয়ের স্বামী বজলুর রহমান বলেন, আমার শ্যালক কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন। মঙ্গলবার চিকিৎসার জন্য শাশুড়ি তাকে আমার বাসায় নিয়ে আসেন। দুপুর ১২টার দিকে আমার শাশুড়ি বারান্দায় পায়চারি করছিলেন। আমার শ্যালক তখন রুমে ছিল। পরে সে তার মাকে রুমে ডেকে নিয়ে ঘরের দরজা আটকে দেয়। বাসার লোকজন রুমের দরজা খুলতে বললেও সে কোনো কথার উত্তর দেয় না। পরে দরজা ভেঙে দেখা যায় বটি দিয়ে মায়ের গলা কেটে হত্যা করে বসে আছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। ঘটনাস্থলে ডিবি ও সিআইডির লোকজন রয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। সে তার মাকে বটি দিয়ে গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেছে।

আমিনুল ইসলাস/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।