মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:১২ পিএম, ০৯ মার্চ ২০২৩
ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সবুজ বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শামীম মোল্লা (২৬) ও সুমাইয়া আক্তার (১৭)।

শামিম মোল্লা বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামের অহম মোল্লার ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন। সুমাইয়া ইসলাম শামিম মোল্লার বেয়াইন। আহত মফিজুল তার চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শামীম মোল্লা দুই আরোহী নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শামিম মোল্লা ঘটনাস্থলে নিহত হন। পরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুমাইয়া আক্তারের মৃত্যু হয়।

বোয়ালমারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্লা জাগো নিউজকে বলেন, শামীম মোল্লা ঘটনাস্থলে নিহত হন। সুমাইয়া আক্তারকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।