লালমনিরহাট আইনজীবী সমিতির সভাপতি মতিয়ার, সম্পাদক আকমল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:০০ এএম, ১০ মার্চ ২০২৩
আইনজীবী সমিতির সভাপতি হয়েছেন মতিয়ার রহমান

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির সাধারণ নির্বাচনে মতিয়ার-কালাম-আকমল-রাজু প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

অপর প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় নির্বাচন কমিশন বিনা এ ফলাফল ঘোষণা করে।

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সদস্য নির্বাচন কমিশন অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায় মন্টু, সদস্য নির্বাচন কমিশন অ্যাডভোকেট কে এম হুমায়ুন রেজা স্বপন এ ফলাফলে সই করেন।

নির্বাচিতদের মধ্যে- লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরিফুল ইসলাম রাজু, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুল রশিদ প্রধান, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (সবুজ), অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল, অ্যাডভোকেট জাহেদুল হক (জাহিদ), অ্যাডভোকেট নজরুল ইসলাম বসুনিয়া রাজু, অ্যাডভোকেট মধুসুদন রায় মধু, অ্যাডভোকেট রকিবুল হাসান খান রকু, অ্যাডভোকেট সফুরা বেগম (রুমী), অ্যাডভোকেট হুমায়ুন কিবরিয়া (সুজন)।


রবিউল হাসান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।