ইউপি নির্বাচন

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১০ মার্চ ২০২৩
চেয়ার ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলম শেখের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১০টার দিকে ইউনিয়নের ধলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আলম শেখ চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

আলম শেখের অভিযোগ, চারটি মোটরসাইকেলে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত এসে তার নির্বাচনী অফিসে ভাঙচুর চালায়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনেরও দাবি জানান এ প্রার্থী।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জাগো নিউজকে বলেন, রাতে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি নির্বাচন সংশ্লিষ্টদেরও জানানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী জাগো নিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে। প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও থানায় অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখতে বলা হবে।

ইউএনও আরও বলেন, ইউপি নির্বাচনে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৪ ঘণ্টা মাঠে আছে।

এন কে বি নয়ন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।