যাত্রীবাহী বাসে মিললো সাড়ে ৮ হাজার ইয়াবা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১০ মার্চ ২০২৩

যশোরের শার্শার নাভারণ-সাতক্ষীরা মোড়ে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক টহল দল ইয়াবার চালানটি উদ্ধার করে। যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে ভারত থেকে পাচার করে এনে সাতক্ষীরা-ঢাকাগামী একটি পরিবহনে করে বিপুল পরিমাণ মাদকের একটি চালান ঢাকায় নেওয়া হবে। এমন সংবাদ পেয়ে শার্শার আমড়াখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন অবস্থানে থাকে। এক পর্যায়ে তামিম নামের (টাঙ্গাইল-মেট্রো জ-১১-০০৪৮) একটি পরিবহন নাভারণের সাতক্ষীরা মোড়ে এলে তাতে অভিযান চালিয়ে একটি সিটের নিচ থেকে ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

জামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।