বিয়ের ৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:৩০ এএম, ১১ মার্চ ২০২৩

হবিগঞ্জের নবীগঞ্জে বিয়ের পাঁচদিনের মাথায় সড়ক দুর্ঘটনায় সুবেদ আলম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলি বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সুবেদ আলম ওই উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের ইরফান উল্লাহর ছেলে।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেলো ৫ জনের

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, গুরুতর আহত অবস্থায় সুবেদ আলমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবেদ আলমের বিয়ের আকদ সম্পন্ন। কিছুদিন পর আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তোলার কথা ছিল। শুক্রবার বিকেলে মোটরসাইকেলযোগে তিনি শ্রীমঙ্গলে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রওয়ানা হন। পথে ফুলতলী বাজারে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।