‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকলে উন্নয়ন থমকে যেতো’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৬:২১ পিএম, ১২ মার্চ ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। আমরা উন্নয়নের মহাস্রোতে আছি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকলে উন্নয়ন থমকে যেতো। রোববার (১২ মার্চ) দুপুরে জামালপুরের পলাশগড়ে একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে বলেই এতো সুন্দর পরিস্থিতি উপহার দিতে পেরেছি। এটি আমাদের কথা নয়- সারা বিশ্বের কথা।

তিনি বলেন, নারীদের পাশে রেখে আমরা কাজ করে চলেছি বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে নারীরাও গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছেন।

আরও পড়ুন: সাম্প্রতিক বিস্ফোরণে নাশকতার তথ্য মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হাসান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন, অতিরিক্ত আইজিপি মাহবুবর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মহিউজ্জামান রোমেল, গুলশান ক্লাবের সভাপতি রফিকুল আলম হেলাল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বাবু দেবদাস ভট্টাচার্য, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।