চাকরি স্থায়ীকরণ দাবিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের অবস্থান কর্মসূচি
ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শত শত কর্মী।
রোববার (১২ মার্চ) দুপুরে কুড়িগ্রামের শাপলা চত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিক হাসান রাজা, কুড়িগ্রাম জেলার সভাপতি কে এম রমজান আলী, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, নাগেশ্বরী উপজেলার সভাপতি আতাউর রহমান রাজু, ফুলবাড়ী উপজেলার জাহাঙ্গীর আলম, উলিপুর উপজেলার সাধারণ সম্পাদক মুরাদ খন্দকার, রাজীবপুর উপজেলার সভাপতি আব্দুল্লাহ প্রমুখ।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা বলেন, আমরা ন্যাশনাল সার্ভিস কর্মীরা চাকরি স্থায়ী করার দাবিতে ২০১২ সাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। আজ কুড়িগ্রামে শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের ঘোষণা না দিলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
২০১০ সালে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও বরগুনায় পাইলট প্রকল্প হিসেবে এর কার্যক্রম শুরু হয়। এ প্রকল্পে ১৮ থেকে ৩৫ বছরের শিক্ষিত তরুণ-তরুণীদের দুই বছরের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে সরকার। দেশের ১০ জেলার ১১ উপজেলায় এ প্রকল্পের কাজ চলমান ছিল। এর মধ্যে কুড়িগ্রামে প্রায় তিন হাজার কর্মী ছিল।
ফজলুল করিম ফারাজী/এসআর/জিকেএস