গাজীপুরে বাড়িতে ঢুকে ডাকাতি, বাধা দেওয়ায় কলেজছাত্রকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৩ মার্চ ২০২৩
নিহত কলেজছাত্রের মরদেহ

গাজীপুরে বাড়িতে ঢুকে মহিউর সুনাল চৌধুরী (১৮) নামে এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে ডাকাতরা।

সোমবার (১৩ মার্চ) সকালে সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড সালনা পশ্চিম মোল্লাপাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মহিউর সুনাল ওই এলাকার এ কে এম জালাল উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন বলেন, রাত ৩টার দিকে কয়েকজন যুবক বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে। ঘরের আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাধা দিলে আমার ছেলেকে তারা শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রকৃত ঘটনা উন্মোচনের চেষ্টা চলছে।


আমিনুল ইসসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।