নওগাঁয় বৃদ্ধ হত্যায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৩ মার্চ ২০২৩

নওগাঁয় এক বৃদ্ধকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মিজানুর রহমান (৪৬) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।

এসময় আসামি মিজানুর আদালতে উপস্থিত ছিলেন। তিনি নিয়ামতপুর উপজেলার কদমবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ৯ জানুয়ারি সকালে কদমবাড়ী গ্রামের মাঠে মোশারফ হোসেন (৮০) গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। এসময় পূর্বশত্রুতার জেরে মোশারফ হোসেনের সঙ্গে আসামি মিজানুরের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মিজানুর পাশের বাড়ি থেকে একটি কোদাল এনে মোশারফকে উপর্যুপরি কোপান।

খবর পেয়ে মোশারফের স্বজনরা এসে দেখেন তিনি মারা গেছেন। পরে এলাকাবাসী ধাওয়া করে মিজানুরকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। এ ঘটনায় নিহতের জামাই মাসুদ রানা বাদী হয়ে নিয়ামতপুর থানায় মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাকী বলেন, মামলাটি দীর্ঘদিন ধরে তদন্ত হয়। পরে দোষী প্রমাণিত হওয়ায় আসামিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আব্বাস আলী/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।