যুবদল নেতা হত্যাচেষ্টার মামলায় যুবলীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৪ মার্চ ২০২৩
হাসপাতালে চিকিৎসা নেন যুবদল নেতা জিয়া সরদার ও ইনসেটে যুবলীগ নেতা শিপন পাটোয়ারী

মুন্সিগঞ্জে যুবদল নেতা জিয়া সরদারকে হত্যাচেষ্টা মামলায় শিপন পাটোয়ারী নামে যুবলীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক কাজী আব্দুল হান্নান শিপনসহ চারজনের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শিপন পাটোয়ারী মোল্লাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি।

মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন জাগো নিউজকে বলেন, জিয়া সরদারের স্ত্রীর করা মামলায় উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান শিপনসহ অন্যরা। উচ্চ আদালতের বিচারক নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। মঙ্গলবার আসামিরা মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শিপনসহ চারজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

২৪ জানুয়ারি পূর্ববিরোধকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী জিয়া সরদারকে ডিবি পরিচয়ে রাস্তা থেকর গাড়িতে তুলে নিয়ে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করে শিপনসহ তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জিয়াকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা ঢাকায় রেফার করেন।

এ ঘটনায় ২৬ জানুয়ারি জিয়া সরদারের স্ত্রী সুমি রহমান বাদী হয়েছে শিপন পাটোয়ারীসহ ১৫জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন।

আরাফাত রায়হান সাকিব/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।