সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে ৩ সন্তানের জনকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৪ মার্চ ২০২৩

কুড়িগ্রাম পৌরসভায় দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে শহিদুজ্জামান সেলিম (৪৫) নামে তিন সন্তানের জনকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে নাজিরা ব্যাপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম ওই এলাকার মৃত বদরুজ্জামান বাদশা মিয়ার ছেলে।

এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- লিয়াকত আলী, কুদরত আলীর স্ত্রী নাজমা বেগম এবং কাওসার আলীর স্ত্রী মল্লিকা বেগম।

স্থানীয়রা জানান, লিয়াকত-কুদরতদের কাছ থেকে জমি কিনে তিনতলা ভবন নির্মাণ কাজ করছিলেন আহাদ আলী নামে এক ব্যক্তি। বাড়ির পানি ময়লা লিয়াকত-কুদরতদের বাড়িতে পড়ার অভিযোগ তুলে কাজ বন্ধ করতে যান লিয়াকত আলী, কুদরত আলী, কাওসার আলী, নয়ন, সয়নসহ কয়েকজন।

ku-(2).jpg

এ সময় আহাদ আলীর শ্যালককে কাজ বন্ধ রাখতে বললে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধলে সেলিম ঘটনাস্থলে গিয়ে থামানোর চেষ্টা করেন। বিষয়টি নিয়ে বসে সমাধানের কথা বলেন তিনি। এ সময় তাকে লাঠি ও রড দিয়ে পেটাতে আরম্ভ করেন লিয়াকতের লোকজন। পরে সেলিমকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা মূল ঘটনাটা এরইমধ্যে জানতে পেরেছি। তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

ফজলুল করিম ফারাজী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।