ঝগড়া করে সন্তান নিয়ে ঢাকায় স্ত্রী, ফাঁস নিলেন যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৬ মার্চ ২০২৩
সাজু মিয়া শ্বশুরবাড়িতে স্বজনদের ভিড়

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্ত্রী ও সন্তান ঢাকা চলে যাওয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়েছেন সাজু মিয়া (৩০) নামে এক যুবক।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শগ্রামে শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাজু মিয়া (৩২) রংপুর সিটি করপোরেশনের বাস টার্মিনাল এলাকার মোজা মিয়ার ছেলে এবং বড়খাতা আদর্শগ্রাম এলাকার মৃত মহুবর রহমানের জামাতা।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সাজু মিয়ার সঙ্গে ঝগড়া করে ছেলে মুজাহিদকে (২) নিয়ে ঢাকা চলে যান স্ত্রী মিম্মা (২৫)। এতে সাজু মিয়া মনোক্ষুণ্ন হন। বৃহস্পতিবার দিনগত রাতে সবার অজান্তে বাড়ির পাশে আমগাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শওকত হোসেন জাগো নিউজকে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে তা কয়েকবার সালিশে সমাধান হয়। এর মধ্যে আবারো তাদের ঝগড়া হয়। তাই সন্তানকে নিয়ে সাজুর স্ত্রী ঢাকা চলে যায়। এ ক্ষোভে সাজু আত্মহত্যা করতে পারে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জাগো নিউজকে বলেন, ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল হাসান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।