কুড়িগ্রামে পাঁচ দোকান মালিকের জরিমানা
কুড়িগ্রামে পাঁচ দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জেলার উলিপুর ও চিলমারী উপজেলায় এ অভিযান চালানো হয়।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুবর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার, কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ১০ ফার্মেসিকে জরিমানা
অভিযানে উলিপুর উপজেলার দুর্গাপুর বাজার, উলিপুর বাজার, চিলমারী উপজেলার থানাহাট বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্বাভাবিক করতে না পারে সেজন্য এ ধরণের তদারকি অব্যাহত থাকবে।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/জেআইএম