গৃহবধূকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুরের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৩
ফাইল ছবি

খাগড়াছড়িতে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যায় স্বামী আব্দুর রশীদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনায় গৃহবধূ শ্বশুর ও মামা শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- শ্বশুর মো. সাহেব আলী ও মামা শ্বশুর মো. সিরাজুল ইসলাম। তাদের পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ জানান, ২০১২ সালের ২৩ এপ্রিল রাতে নিজের বাড়িতে হালিমা বেগমের হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়ে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।