মাদারীপুরে জনপ্রিয় হচ্ছে ভ্রাম্যমাণ মধুচাষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৬ মার্চ ২০২৩

মাদারীপুরে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে ভ্রাম্যমাণ মধুচাষ। সরিষা, ধনিয়া ও কালোজিরা ফসল জেলায় বেশি হওয়ায় ভ্রাম্যমাণ মধুচাষও বেড়েছে। এতে অনেক যুবক এ পেশার মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলায় আগে থেকেই সরিষা ও ধনিয়া চাষ হলেও সাম্প্রতিক বছরগুলোতে কালোজিরা চাষ হচ্ছে। এতে জেলার বেকার যুবকরা সরিয়া, ধনিয়া ও কালোজিরার ক্ষেতের পাশে ভ্রাম্যমাণ বক্স বসিয়ে মধুচাষ করছেন। অল্প খরচে বেশি লাভ হওয়ায় অনেক যুবকেই এ পেশায় আগ্রহ দেখাচ্ছেন।

মাদারীপুর সদর উপজেলার গগনপুর এলাকার মধু ব্যবসায়ী আনোয়ার সরদার বলেন, ‘আমি প্রায় ৩০ বছর ধরে এ মধুচাষ করে আসছি। আমার চারটি খামার ও ২০০টি বক্স আছে। বিভিন্ন সময় মাদারীপুরসহ অন্য জেলায় ঘুরে ঘুরে সরিষা, ধনিয়া, কালোজিরা ক্ষেতের পাশে বক্স বসাই। ১০ জনের মতো লোক আছেন যারা আমাকে সহযোগিতা করেন। লাভও ভালো হয়।’

মাদারীপুরে জনপ্রিয় হচ্ছে ভ্রাম্যমাণ মধুচাষ

মধুচাষি মোশারফ হোসেন, হাফিজুর রহমান, খলিল মিয়া, মোজাম্মেল হোসেন ও আজহারউদ্দিন জানান, মাদারীপুরে সরিষা, ধনিয়া ও কালোজিরার ফলন বেশি হওয়ায় মৌমাছির পরাগায়ন বেড়েছে। এতে খাঁটিমানের মধু উৎপাদন হচ্ছে। ক্ষেতের পাশে ভ্রাম্যমাণ ২০০ বক্সে বসালে একজন চাষি বছরে ৩০০-৪০০ মণ মধু সংগ্রহ করতে পারেন। খরচ বাদ দিয়ে লাভ থাকে ১২-১৫ লাখ টাকার মতো।

এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে মাদারীপুরের জন্য একটি গাড়ি অনুমোদন পেয়েছি। গাড়িটি ‘মধুকোষ’ নামে ঘুরে ঘুরে মধু সংগ্রহ ও বিক্রি করবে। তাছাড়া যেকোনো মৌচাষি সহযোগিতা চাইলে আমরা করবো। তারা চাইলে খাঁটি মধুচাষ করার জন্য সহজ শর্তে ঋণ দেওয়ারও ব্যবস্থা করা হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।