কক্সবাজারে অপহরণের ৪৮ ঘণ্টা পর যুবক উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৫৮ এএম, ২০ মার্চ ২০২৩

কক্সবাজারের কলাতলী থেকে অপহৃত এক যুবককে ৪৮ ঘণ্টা পর উদ্ধার উদ্ধার করেছে র্যাব। রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় খুরুশকুল নয়াপাড়ায় থেকে তাকে উদ্ধার করা হয়।

র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি মো. শামসুল আলম খান জানান, মো. হোসেন নামের এক বৃদ্ধ র্যাব ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, তার মেয়ের জামাই আশরাফ আলী (২৪) শনিবার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলাতলী হতে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: টেকনাফে মাছ ধরতে যাওয়া শিক্ষার্থীসহ ৮ জনকে অপহরণ, মুক্তিপণ দাবি

এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন বিকেল ৪টার দিকে একটি নম্বর হতে ভিকটিমের শ্বশুর হোসেনের মোবাইলে কল করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেলে ভিকটিমকে হত্যার হুমকিসহ ভয়ভীতি দেখায়।

তিনি আরও জানান, অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে র্যাব। পরে সন্ধ্যায় কক্সবাজার সদরের খুরুশকুল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।