চাঁদপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২১ মার্চ ২০২৩
ফাইল ছবি

চাঁদপুরে বজ্রপাতে তরমুজবোঝাই ট্রলারে থাকা এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় শহরের বড়স্টেশন মোলহেড এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম শেখ (৪৫) মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মান্দা গ্রামের মৃত খলিল শেখের ছেলে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম মুন্সিগঞ্জ থেকে একটি তরমুজবোঝাই ট্রলারে অন্য শ্রমিকদের সঙ্গে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। ট্রলারটি চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় আসলে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়।

এসময় বজ্রপাতের কবলে পড়ে নুরুল ইসলাম ট্রলারে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক বলেন, নুরুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদও বজ্রপাতে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম আতিক/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।