মুন্সিগঞ্জে ইউপি সদস্যদের আটকে রাখার অভিযোগ


প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৩ মার্চ ২০১৬

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ১০টি ইউনয়নের মধ্যে প্রথম পর্যায়ে ৫টি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের তৃণমূল পর্যায়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়নতনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃণমূল ভোটকে কেন্দ্র করে সদস্যদের ছিলো বেশ কদর।

বুধবার রাতে ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা সারারাত পাচঁটি ইউনিয়নের সদস্যদের বাড়িতে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। আবার অনেক যায়গায় প্রভাব খাটিয়ে সদস্যদের রাত-দিন আটক রেখে রাখার অভিযোগ পাওয়া যায়।

কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো. ফেরদৌস আলম খান অভিযোগ করে বলেন, বুধবার সন্ধ্যা থেকে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান তালুকদার প্রভাব খাটিয়ে গত দুইদিন ধরে তৃণমূল পর্যাযের ১৪ জন সদস্যদের আটক রেখেছেন। ফলে ফেরদৌস আলমের পক্ষে কোনো কাজ করতে না পারে এবং তাদের মোটা অঙ্কের টাকার দিয়ে কেনা হয়েছে।

একই অভিযোগ করেছেন উপজেলার লৌহজং তেউটিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির মো. আব্দুল হামিদের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফকির আবু ফায়সাল নিপু। প্রতিদ্বন্দ্বি প্রার্থী রফিক মোল্লা তৃণমূল পর্যায়ের ভোটাদের ডেকে নিয়ে বাড়িতে বসিয়ে রেখেছে কোনো কারণ ছাড়াই।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান অভিযোগ করে বলেন, তৃণমূল সদস্যদের কত ভোট পেয়েছেন তা ঘোষণা না দিয়ে যাকে ইচ্ছে হয়েছে তার নাম ঘোষণা করা হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ভোটে নির্বাচিত দুই চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান তালুকদার ও রফিক মোল্লা।                                                                                 

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।