খাগড়াছড়িতে ৫০০ অসহায়কে ইফতারসামগ্রী দিলো সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৩ মার্চ ২০২৩

পবিত্র রমজান উপলক্ষে পার্বত্য খাগড়াছড়িতে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ৫০০ মানুষের মধ্যে তেল, ছোলা, মুড়িসহ ১৭ ধরনের ইফতারসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহী এ ইফতারসামগ্রী বিতরণ করেন।

jagonews24

প্রতিবন্ধী শহিদুল ইসলাম বলেন, রমজানে ইফতার করা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সেনাবাহিনীর দেওয়া ইফতারসামগ্রী পেয়ে সেই দুশ্চিন্তার শেষ হলো। স্ত্রী-সন্তান নিয়ে ইফতার করতে পারবো।

বাজার থেকে এত টাকার জিনিস কিনে খেতে পারতেন না জানিয়ে বেলাল মিয়া বলেন, সেনাবাহিনীর এ সাহায্য আমাদের মতো গরিবদের মুখে হাসি ফুটিয়েছে।

jagonews24

ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহী বলেন, মানবিক সহায়তার অংশ হিসেবে রোজার মাসে আমাদের আশপাশে যেসব অসহায় মানুষ রয়েছেন আমরা তাদের সহযোগিতার উদ্যোগ নিয়েছি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।