ফুলে ফুলে ভরে গেছে ঈশ্বরদীর লিচু বাগান


প্রকাশিত: ০১:৫২ পিএম, ০৩ মার্চ ২০১৬

ফুলে ফুলে ভরে গেছে পাবনা ঈশ্বরদীর গ্রামাঞ্চলের লিচু বাগানগুলো। গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

এ বছর মৌসুমের শুরু থেকেই বাগানগুলোতে থোকায় থোকায় লিচুর ফুল ফুটেছে। বাগান মালিক ছলিমপুরের আতিয়ার রহমান ও সাহাপুরের মোর্শেদ বিশ্বাস জানান, এবার ফুল হয়েছে বেশি। আমরা আশা করছি ফলনো ভাল হবে।

নওদাপাড়া, মিরকামারী, মুন্নার মোড়, জয়নগর, আওতাপাড়াসহ প্রভৃতি গ্রামের লিচু বাগান নিয়ে এখন স্বপ্ন বাস্তবায়নের আশা করছেন অনেক বাগান মালিক।  

আলাউদ্দিন আহমেদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।