বাতিল করা হবে যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব : মোজাম্মেল হক
ফাইল ছবি
যুদ্ধাপরাধী প্রমাণিত হলেই মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড চলবে না। তাদের সম্পদ বাজেয়াপ্ত এমনকি নাগরিকত্ব বাতিল করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার বিকেল ৪টায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা চত্বরে এক মতবিনিময় সভায় এ জানান তিনি।
সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ক্যাপ্টেন অবসর প্রাপ্ত মো. আলতাফ হোসেন, স্থানীয় সংসদ সদস্য মো. রুহুল আমিন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবর রহমান বঙ্গবাসী প্রমুখ।
নাজমুল হোসেন/এআরএ/পিআর