চুয়াডাঙ্গায় সোনার ৭ বারসহ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৫ মার্চ ২০২৩

চুয়াডাঙ্গার জীবননগর থেকে সোনার সাত বারসহ জুয়েল হোসেন (৩৮) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতে পাচারের জন্য বারগুলো নেওয়া হচ্ছিল।

শনিবার (২৫ মার্চ) সকালে জীবননগর মোল্লাবাড়ি মোড় থেকে বিজিবি অভিযান চালিয়ে বারগুলো আটক করে। যার ওজন ৮২৯.২৭ গ্রাম। বাজার মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।

আটক জুয়েল হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণচাঁদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিরি পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে সোনার বার পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া বিওপির একটি টহল দল জীবননগর মোল্লাবাড়ি মোড়ে অবস্থান নেয়। এসময় জুয়েলকে আটক করে। পরে তাকে তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সোনার ছোটবড় সাতটি বার জব্দ করে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা হয়েছে। আটক সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।