রমজানে সব পণ্যে ছাড় দিচ্ছে ‘শুদ্ধ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২৫ মার্চ ২০২৩

পবিত্র রমজান উপলক্ষে পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ শহরের গাবতলা মোড়ের শুদ্ধ নামের একটি কৃষিপণ্য বিপণন প্রতিষ্ঠান। সব পণ্যে পাঁচ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মুনজের আলম মানিক জাগো নিউজকে বলেন, ‘বর্তমান সময়ে বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এছাড়া বাজারে এখন বেশিরভাগ পণ্যেই ভেজাল রয়েছে। এসব চিন্তা থেকে আমি নিজে গরুর খামার করেছি। এমনকি আখের গুড়, সরিষার তেল, হাতে ভাজা মুড়ি, ধানের খৈ, ঢেঁকি ছাঁটা চালসহ আরও অনেক পণ্য নিজে উৎপাদন করি। এতে আমরা ভেজালমুক্ত খাবার ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারবো বলে আশা করছি।’

রমজানে সব পণ্যে ছাড় দিচ্ছে ‘শুদ্ধ’

শুদ্ধ বিপণন প্রতিষ্ঠানে মুড়ি কিনতে আসা ইসলাম আলী বলেন, ‘আমি প্রায় সব নিত্যপণ্যের বাজার এখান থেকে করি। রমজান উপলক্ষে কোনো কোনো পণ্যে ১০-২০ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছি। আর পাঁচ শতাংশ ছাড়তো আছেই।’

রমজানে সব পণ্যে ছাড় দিচ্ছে ‘শুদ্ধ’

আলী আশরাফ নামের আরেক ব্যক্তি বলেন, ‘বিশ্বের মুসলিম দেশগুলোতে রোজায় বিভিন্ন পণ্যে বড় ধরনের ছাড়ের ঘোষণা দেন ব্যবসায়ীরা। তবে আমাদের দেশে এমন উদ্যোগ খুব একটা দেখা যায় না। তবে এই ব্যবসায়ীর এমন উদ্যোগে আমরা খুশি হয়েছি।’

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ বলেন, দুধ ছাড়া সব পণ্যেই পাঁচ শতাংশ ছাড় দিয়েছেন ওই ব্যবসায়ী। এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আশা করি তার দেখাদেখি অন্য ব্যবসায়ীরাও এগিয়ে আসবেন।

সোহান মাহমুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।