স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৬ মার্চ ২০২৩

বরিশালের উজিরপুরে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় স্থানীয় এমপির সামনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস সরদারসহ বেশকয়েকজন আহত হয়েছেন।

রোববার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

দলীয় একাধিক সূত্র জানায়, সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহ আলম তালুকদার। সকাল সাড়ে ৯টার দিকে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে হাজির হলে তার সঙ্গে উপস্থিত হন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ওরফে ইকবাল।

BARISHAL-(2).jpg

আরও পড়ুন: শোক দিবসের আলোচনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান এমপির সামনে ইদ্রিস সরদারকে কটূক্তি করলে ইদ্রিস তার প্রতিবাদ করেন। এতে হাফিজুর রহমান তাকে মারধর শুরু করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আহত মো. ইদ্রিস সরদার করে বলেন, কটূক্তির প্রতিবাদ করায় হাফিজুর রহমান আমার ওপর হামলা করেন। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রলীগ-যুবলীগ ক্যাডার কাজী রিয়াজ (২৭), পলাশ তালুকদার (৩০) ও রুবেল হোসেনসহ (২৫) বেশ কয়েকজন সন্ত্রাসী আমাকে লাঠিপেটা করে জখম করেন।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।