বেনাপোলে দুস্থদের মধ্যে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০১:৫১ এএম, ২৭ মার্চ ২০২৩

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান মাস উপলক্ষে যশোরের বেনাপোলে দুস্থ ও অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ মার্চ) সন্ধ্যায় বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে ইফতার সামগ্রী বিতরণ করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা।

এ বিষয়ে মেজর সেলিমুদ্দোজা জানান, প্রতিবছরের মতো এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে সীমান্ত এলাকার দুস্থ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মো. জামাল হোসেন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।