আশ্রয়ণের সাড়ে ৩ শতাধিক রোজাদারকে ইফতার করালেন ইউএনও
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা। রোববার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাইবালিয়া আশ্রয়ণ প্রকল্পের প্রায় সাড়ে তিনশতাধিক উপকারভোগীদের সঙ্গে নিয়ে ইফতার করেন তিনি।
আশ্রয়ণের বাসিন্দা রহিমা বেগম বলেন, আমাদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন ইউএনও। যা আমাদের জন্য বড় পাওয়া।
আরও পড়ুন: দিনে ২০০ রোজাদারকে ইফতার করায় বৌদ্ধ মন্দির
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক বলেন, সাড়ে তিনশতাধিক উপকার ভোগীরা বসবাস করেন এ প্রকল্পে। একসময় তাদের থাকার ঘর ছিলো না। দুঃখে-কষ্টে চলতো তাদের জীবন। আশ্রয়ণের ঘরে তারা এখন সুখে-শান্তিতে বসবাস করছেন। তাদের সম্মানার্থে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস