স্বাধীনতা দিবসে অসহায়দের মাঝে বিজিবির ইফতার বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৭ মার্চ ২০২৩

স্বাধীনতা দিবস উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর। রোববার (২৬ মার্চ) বিকেলে অসহায় কয়েকশো নারী-পুরুষের মাঝে সুস্বাদু ইফতার ও রাতের খাবারসহ পানীয় বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় বিজিবির দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারাদেশে দুস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী পরিচালিত ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারেও যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার নাজম উস সাকিব।

স্বাধীনতা দিবসে অসহায়দের মাঝে বিজিবির ইফতার বিতরণ

রিজিয়ন কমান্ডার বলেন, রমজান সংযমের মাস। এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে বিজিবি।

এ সময় কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবির, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন পদের দায়িত্বশীলরা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।