৫ কেজির বালিশ মিষ্টি, দাম ৩০০০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৩০০ বছরের ঐতিহ্যবাহী কাটাগড় মেলার বিশেষ আকর্ষণ বালিশ মিষ্টি। পাঁচ কেজি ওজনের এক পিস বালিশ মিষ্টির দাম তিন হাজার টাকা। গত বছরের মতো নানা ধরনের মিষ্টির মধ্যে এটিই সর্বোচ্চ আকৃতির।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছর ২৬ ও ২৭ মার্চ উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় মাঠজুড়ে প্রায় ৩০০ বছর ধরে ঐতিহ্যবাহী এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলায় লাখো মানুষের সমাগম হয়।
সরেজমিন দেখা যায়, সর্বনিম্ন ৪০০ গ্রাম সাইজের এক পিস বালিশ মিষ্টির দাম ১০০ টাকা। সর্বোচ্চ পাঁচ কেজি ওজনের এক পিস বালিশ মিষ্টি বিক্রি হচ্ছে তিন হাজার টাকায়। মেলার প্রধান আকর্ষণ এ বালিশ মিষ্টি দেখতে দর্শনার্থীদের ভিড়।
মেলায় আগত মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী বাজারের নিউ রাজ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রামানন্দ বিশ্বাস জাগো নিউজকে বলেন, স্থায়ী দোকান ছাড়াও আমরা বিভিন্ন স্থানে মেলায় মিষ্টির দোকান দেই। তবে কাটাগড় মেলার আলাদা ঐতিহ্য আছে। এখানে প্রতিবছর লাখো মানুষের সমাগম ঘটে। গতবার থেকে বালিশ মিষ্টি বিক্রি করছি।
তিনি বলেন, দুই কেজি ওজনের এক পিস বালিশ মিষ্টির দাম ১ হাজার ৫০০ টাকা, চার কেজির দাম ২ হাজার টাকা ও পাঁচ কেজি ওজনের দাম ৩ হাজার টাকা। এবার বেচাবিক্রি বেশ ভালো হচ্ছে।
বোয়ালমারী উপজেলার খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন রনি জাগো নিউজকে বলেন, ছাত্রজীবন থেকেই এ মেলায় নিয়মিত আসি। এবারও ঐতিহ্যবাহী কাটাগড়ের মেলায় এসেছি।
তিনি বলেন, ‘সাজ, বাতাসা, কদমা কেনা মেলার পুরাতন ঐতিহ্য এখনো রয়ে গেছে। মেলার আকর্ষণীয় বালিশ মিষ্টি খেলাম। পাঁচ কেজি ওজনের এক পিস বালিশ মিষ্টি বাড়ির জন্যও কিনে নিলাম।’
রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, এ বছরও মেলার আয়তন প্রায় তিন কিলোমিটার হবে। মেলায় বিভিন্ন পণ্যের পাঁচ হাজারের অধিক দোকানের পসরা বসেছে। এ মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন। লাখ লাখ মানুষের সমাগম হয়।
এন কে বি নয়ন/এসআর/এমএস