পরকীয়ার জেরে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৮ মার্চ ২০২৩

মুন্সিগঞ্জ সদরে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার ঘটনায় নীলা বেগম নামের এক আসামির সশ্রম যাবজ্জীবন দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আ. হান্নান এ রায় ঘোষণা করেন।

কোর্ট পুলিশের ইনচার্জ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ জুন শহরের মাঠপাড়া এলাকা থেকে দুই সন্তানের জনক নাজির হোসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধে নাজিরকে হত্যার অভিযোগে স্ত্রী নীলাকে আসামি করে মামলা করেন নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।

বাদী জাহাঙ্গীর হোসেন বলেন, নীলা বেগমের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে ভাইয়ের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। এ কারণে তিনি আমার আমার ভাইকে হত্যা করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ভাইয়ের ছেলেমেয়েকে আমি দেখাশোনা করছি। দীর্ঘবিচার শেষে আদালত উপযুক্ত রায় ঘোষণা করেছেন। এ রায়ে আমরা খুশি।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।