বুড়িমারীতে ৩ ট্রাকভর্তি ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৮ মার্চ ২০২৩
বিজিবির জব্দ করা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে দিয়ে অবৈধ পথে আসা তিন ট্রাকভর্তি ভারতীয় পণ্য জব্দ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে রংপুর ৬১-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৭ মার্চ) দিনগত রাতে স্থলবন্দরের কলাবাগান ও বুড়িমারী বাসস্ট্যান্ড থেকে এসব পণ্য জব্দ করা হয়।

অধিনায়ক মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে বুড়িমারী বাসস্ট্যান্ড থেকে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় ট্রাক জব্দ করা হয়। এরপর ওই রাতেই বুড়িমারী কলাবাগান এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও দুটি ভারতীয় ট্রাক জব্দ করা হয়। তিনটি ট্রাকে তল্লাশি করে ভারতীয় শাড়ি, থ্রি পিস, চশমা এবং কেমিক্যাল পাওয়া যায়।

রবিউল হাসান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।