চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৬ এএম, ২৯ মার্চ ২০২৩

 

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (আনুমানিক ৬০ বছর) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারোঘোরিয়া চামাগ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ নারী রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফরহাদ আকিদ রেহমান জানান, হাসপাতালে আসার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালেই রাখা আছে।

চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দীন জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘাতক ট্রাক জব্দ করার চেষ্টা চলছে।

সোহান মাহমুদ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।