ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ে

গাড়ির গতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান, দুই দিনে ৩৪৩ মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৯ মার্চ ২০২৩
অতিরিক্ত গতি হলেই মামলা দিচ্ছে পুলিশ

ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে চার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশের মাদারীপুর জোন। সোমবার (২৭ মার্চ) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত। অতিরিক্ত গতিতে যানবাহন চালানোর দায়ে দুদিনে ৩৪৩টি মামলা হয়েছে। ফলে স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করেছে যানবাহন।

ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে ১০ সদস্যের চারটি টিম করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল টোল প্লাজা থেকে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার মহাসড়কে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করছে টিমগুলো। তাদের কার্যক্রম তদারকি করছেন পুলিশ সুপার মো. মাহবুবুল আলম। সোমবার ১৯৬টি মামলা হয়েছে এবং মঙ্গলবার ১৪৭টি মামলা হয়েছে।

পুলিশের তৎপরতায় স্বাভাবিক গতিতে ফিরছে যানবাহন

ফরিদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, এক্সপ্রেসওয়েতে শৃঙ্খলা ফেরাতে এ বিশেষ অভিযান। এতে চালকদের সচেতন করার পাশাপাশি আইন ভঙ্গ করে কেউ অতি গতিতে গাড়ি চালালে মামলা দিয়ে শাস্তির আওতায় আনা হচ্ছে।

তিনি আরও বলেন, এ অভিযান বেশ ফলদায়ক হয়েছে। দুদিনের অভিযানেই সড়কে শৃঙ্খলা ফিরেছে। এ অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অধিকাংশ চালকই স্বাভাবিক গতিতেই গাড়ি চালাচ্ছেন।

এন কে বি নয়ন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।