নারায়ণগঞ্জে ৩ ইটভাটা মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৯ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে তিন ইটভাটা মালিকের চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ মার্চ) দুপুরে কেওঢালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, পরিমাপে কারচুপি এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে তিনটি ইটভাটাকে চার লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকস ইটভাটাকে এক লাখ ২০ হাজার, মেসার্স মামা ভাগিনা ব্রিকসকে দুই লাখ টাকা ও মেসার্স মামা ভাগিনা ব্রিকসকে (২) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেছি। এসময় তিনটি ইটভাটাকে চার লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।