উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে অপহরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০১:১২ পিএম, ৩০ মার্চ ২০২৩

বরিশালের গৌরনদী উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপহৃতা স্কুলছাত্রীর বাবা ইউসুফ তালুকদার বাদী হয়ে বুধবার (২৯ মার্চ) রাতে গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় দশম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলেন পাশের দেওপাড়া গ্রামের আলমগীর ফকিরের ছেলে মিরাজ ফকির। উত্ত্যক্তের প্রতিবাদ করায় বুধবার সকালে বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মিরাজ ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করেন।

অপহৃতা ছাত্রীর বাবা বলেন, দীর্ঘদিন ধরেই স্কুলে যাওয়ার পথে আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল বখাটে মিরাজ ফকির। এর প্রতিবাদ করায় বুধবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মিরাজ তার সহযোগীদের নিয়ে আমার মেয়েকে অপহরণ করে। পরে খোঁজ-খবর না পেয়ে থানায় অভিযোগ দিয়েছি।

তদন্ত কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই নাসির হোসেন বলেন, অভিযোগ পেয়েই অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধারে চেষ্টা চলছে। পাশাপাশি অপহরণকারীকে গ্ৰেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।