ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে ঢাকামুখী লেনে সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মোঘরাপাড়া এলাকায় একটি যান বিকল হয়ে যাওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
এদিকে, যানজটের ফলে ভোগান্তিতে পড়েছেন রাস্তায় বের হওয়া যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের নয়াবাড়ি এলাকা থেকে বন্দরের মালিবাগ পর্যন্ত সাত কিলোমিটার এই যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বুধবার বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় লাখ লাখ পূণ্যার্থীর আগমনের কারণে মহাসড়কে গতকাল থেকেই যানবাহনের অনেক চাপ ছিল। যানজটের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যেতে দীর্ঘক্ষণ লেগে যাচ্ছে।
রফিকুল আলম নামে এক চাকরিজীবী বলেন, চিটাগাংরোড এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ৪০ মিনিট আগে মোঘরাপাড়া থেকে শিমরাইল পরিবহন বাসে উঠেছি। কিন্তু রাস্তায় তীব্র যানজটের কারণে মাত্র মদনপুর এলাকায় আসা সম্ভব হয়েছে। এতদিন মোগরাপাড়া থেকে চিটাগাংরোডে ৪০ মিনিটে যাওয়া যেত। কিন্তু আজ ওই সময়ে মাত্র মদনপুর এলাকায় এসেছি।
আলামিন হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, মালামাল নিয়ে সাইনবোর্ডের উদ্দেশ্যে মদনপুর থেকে বাসে উঠেছি। ১৫ মিনিট চলে গেলেও এখনো একই স্থানে আছি। কখন গন্তব্যস্থলে যেতে পারবো জানি না।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দীন বলেন, সকালে একটি যান বিকল হলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে বর্তমানে শিমরাইল এলাকায় কোনো যানজট নেই। হাইওয়ে পুলিশের একাধিক টিম যানজট নিরসনে মহাসড়কে কাজ করে যাচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, আজ সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি গাড়ি বিকল হয়ে যায়। খবর পাওয়া মাত্রই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বিকল ওই যানটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। মূলত এই গাড়িটির কারণে যানবাহনের অতিরিক্ত চাপে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তবে যানজট এখন অনেকটাই কমে এসেছে। আশা করছি, খুব শিগগির যানচলাচল স্বাভাবিক হবে।
রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/এমএস