বৈকালিক সেবার সাড়া মেলেনি কুমারখালী হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ৩০ মার্চ ২০২৩

কুষ্টিয়ার কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু হয়েছে। তবে প্রথম দিন রোগীদের তেমন সাড়া পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের দাবি কয়েক দিন গেলে এ রোগীর সংখ্যা বাড়বে।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মো. এইচ এম আনোয়ারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন- বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুমনা আফেরীন, ডা. মো. মঈন উদ্দীন, ডা. মো. মোহাম্মদ আরোজুল্লাহ প্রমুখ।

বৈকালিক সেবার সাড়া মেলেনি কুমারখালী হাসপাতালে

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতি শনিবার ও বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সরকারি নির্ধারিত চিকিৎসকরা ৩০০ টাকা ফির মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ১০১ নং কক্ষে প্রতি শনিবার চিকিৎসা সেবা প্রদান করবেন ডা. শামীমা আক্তার, রোববার ডা. মো. মঈন উদ্দীন, সোমবার ডা. মো. সুমনা আফরীন, মঙ্গলবার ডা. মুহাম্মদ আরোজুল্লাহ, বুধবার ডা. মো. আব্দুল মোমিন এবং প্রতি বৃহস্পতিবার চিকিৎসা সেবা প্রদান করবেন ডা. মো. কাজী রুহুল আলম।

আল-মামুন সাগর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।