জামিন পেয়ে আদালতে অসুস্থ বৃদ্ধ, মারা গেলেন হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:৩২ এএম, ৩১ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জ আদালতের হাজতে মোহাম্মদ জালাল মিয়া (৬৫) নামে জামিনপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পাওয়ার পর কোর্ট হাজতে নেওয়ার পর তার মৃত্যু হয়। জালাল আড়াইহাজার থানার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার বাসিন্দা।

জালাল মিয়ার ছেলে মোহাম্মদ নয়ন অভিযোগ করে বলেন, ‘আমাদের পাশের বাড়ির প্রভাবশালী তাঁত ব্যবসায়ী হাজি ওমর আলী জমিজমা নিয়ে বাবার নামে একটি প্রতারণা মামলা করেন। ২৯ মার্চ সেই মামলার হাজিরা ছিল। তবে বাবাকে ওমর আলী বাসা থেকে বের হলে মেরে ফেলার হুমকি দেন। তাই বাবা সেদিন হাজিরা দিতে আদালতে যাননি। ওইদিন বাবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। রাতে আড়াইহাজার থানার সদস্যরা বাবাকে বাসা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার বাবাকে আদালতে আনা হয়। তবে বাবার জামিনও হয়েছে। এর মধ্যেই এক পুলিশ এসে বলে আপনার বাবা অসুস্থ। তখন আমরা হাজতে গিয়ে দেখি বাবা অজ্ঞান পড়ে আছেন। আমরা পুলিশকে দ্রুত বাবাকে হাজত থেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বললেও তারা দেরি করেছে। আমার বাবা হাজতেই মারা গেলো।’

তবে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, প্রতারণার অভিযোগে আদালতে দায়ের করা একটি সিআর মামলার পলাতক আসামি ছিলেন জালাল মিয়া। আড়াইহাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠায়। এদিন বিকেলে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত জালাল মিয়ার জামিন মঞ্জুর করেন। কোর্ট হাজত থেকে বের হওয়ার পরই জালাল মিয়া অসুস্থ হয়ে পড়েন। এ সময় কোর্ট পুলিশের সহযোগিতায় জালাল মিয়াকে তার ছেলে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিত চন্দ্র জাগো নিউজকে বলেন, হাসপাতালের আনার আগেই রোগী মারা গেছেন। এর বেশি কিছু বলতে পারছি না।

একই কথা জানালেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, উনি সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। সেখানে তিনি জামিন পেয়েছেন এবং জামিন নামা জমা দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার ছেলে হাসপাতালে নিলে তিনি সেখানে মারা যান।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।