চাঁদপুরে চাচার ঘুসিতে প্রাণ গেলো ভাতিজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০১ এপ্রিল ২০২৩

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নে জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে চাচা কাউছারের ঘুষিতে ভাতিজা সালামতের (৩৪) মৃত্যু হয়েছে।

শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের তারাপাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। সালামত ওই গ্রামের রবিউল আলমের ছেলে।

তিনি চাঁদপুর জেলা জজ আদালতের আইনজীবী পবিত্র লাল সরকারের সহকারী হিসেবে কাজ করতেন। আর অভিযুক্ত চাচা কাউছার একই গ্রামের মৃত আমির হোসেন প্রধানিয়ার ছেলে।

স্থানীয় আলমগীর হোসেন জানান, সকালে সালামত ঘর নির্মাণের জন্য বালু ভরাটের কাজ শুরু করেন। এসময় চাচা কাউছার তাতে বাধা দেন। এতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চাচা কাউছার সালামতের পেটে ঘুসি মারেন। এতে ঘটনাস্থলেই সালামত মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. তামীম বলেন, সালামতকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সালামতের বাবা রবিউল আলম বলেন, সকালে আমার ছেলে বালু ভরাটের কাজ শুরু করে। এতে কাউছার বাধা দেয়। তাদের সঙ্গে আমাদের সম্পত্তি বণ্টন হয়নি। বালু ভরাটের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। অন্য জায়গা নিয়ে তাদের সঙ্গে মামলা আছে। কিন্তু কাউছার আমাদের সঙ্গে কোনো কথা না বলে আমার ছেলেকে এমনভাবে মেরেছে, যে সে আর বেঁচে থাকতে পারলো না। আমি এর বিচার চাই।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ বলেন, অভিযুক্ত কাউছারকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নজরুল ইসলাম আতিক/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।