নারায়ণগঞ্জে ভেজাল জুস তৈরির কারখানা মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০২ এপ্রিল ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেজাল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব। রোববার (২ এপ্রিল) দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী পুর্বপাড়া এলাকায় মঞ্জুর ফুড প্রোডাক্টে এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেজাল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব

এসময় কারখানা মালিকের এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ২৬ হাজার লিটার জুস ধ্বংস করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান ও র‌্যাব-১১ এর এএসপি মো. খলিলুর রহমান।

আরও পড়ুন: আইসক্রিমে ক্ষতিকর রঙের ব্যবহার, কারখানা মালিকের জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেজাল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব

অভিযান প্রসঙ্গে মো. সেলিমুজ্জামান বলেন, অবৈধ প্রক্রিয়ায় জুস তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার অপরাধে দুই ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ২৬ হাজার লিটার জুস ধ্বংস করা হয়। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।