বাড়ির পাশের বাগানে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০২ এপ্রিল ২০২৩

পিরোজপুরে কিশোরী ধর্ষণের দায়ে মো. সাইদুল সরদার (৩৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২ এপ্রিল) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকর মো. আসাদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

সাইদুল সরদার পিরোজপুর সদর উপজেলার কদমতল ইউনিয়নের পোরগোলা গ্রামের মো. আমজেদ আলী সরদারের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক খান জানান, ২০১৭ সালের ১২ আগস্ট দুপুর ১টার দিকে বসতবাড়ির পাশের পুকুরে হাতমুখ ধুতে গেলে সাইদুল সরদার পিছন থেকে মুখ চেপে ধরে মিন্টু শেখের বাগানে নিয়ে যান। সেখানে ওই কিশোরীকে ধর্ষণ করে ফেলে যান। এরপর এক নারী ওই কিশোরীকে বাগানের মধ্যে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা মো. হুমায়ুন কবির শেখ বাদী হয়ে ঘটনার পরদিন মামলা করেন। ওই মামলায় সাইদুল সর্দারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে পিরোজপুর কারাগার পাঠানো হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।