চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান রহমত বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৩
রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী বরখাস্ত হয়েছেন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

৩০ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধানের সই করা প্রজ্ঞাপনে বরখাস্তের বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ আছে, চেয়ারম্যান রহমত আলীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর একটি মামলা হয়েছে। ২০২১ সালের ২ মার্চ চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ব্যবস্থা নিতে সুপারিশ করেন৷

প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে, যেহেতু চেয়ারম্যান রহমত আলীর বিরুদ্ধে মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে, তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। সেহেতু তার বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

চেয়ারম্যান রহমত আলীর সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়ে একটি চিঠি ই-মেইলে পেয়েছেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও।

সোহান মাহমুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।