ঝগড়ার সময় বঁটি দিয়ে স্ত্রীর গলা কাটলেন স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৬ এপ্রিল ২০২৩

কুষ্টিয়ায় বঁটি দিয়ে গলা কেটে শিউলী খাতুন (৩০) নামে এক গৃহবধূকে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী মন্টুকে (৪২) স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের হরিশংকরপুর শাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকারী মন্টু ওই এলাকার বুদোর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্টুর সঙ্গে স্ত্রী শিউলী খাতুনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলোহ চলে আসছিল। এর মধ্যে মন্টু বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্য হারান। সকালের দিকে শিউলীর সঙ্গে মন্টুর কথাকাটাকাটি শুরু হলে ঘরে থাকা বঁটি দিয়ে কুপিয়ে জখম ও গলা কেটে হত্যা করেন মন্টু।

পরে স্থানীয় জনগণ টের পেয়ে মন্টু মন্ডলকে আটক করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে শিউলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় এবং মন্টুকে আটক করে থানায় নিয়ে যায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিউলীকে হত্যার অভিযোগে স্বামী মন্টুকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আল-মামুন সাগর/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।