শিক্ষামন্ত্রী

সব শুভ উদ্যোগই মির্জা ফখরুলদের কাছে ফাঁদ মনে হয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১০ এপ্রিল ২০২৩
সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সুস্থ স্বাভাবিক রাজনীতির ধারায় নেই বলেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীররা সবকিছুতে ফাঁদ দেখেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর পৌর শহরের কোড়ালিয়ায় অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, মির্জা ফখরুলদের কাছে যে কোনো কিছুই ফাঁদ মনে হয়। এর কারণ হচ্ছে ওনারা সুস্থ ও স্বাভাবিক রাজনীতির ধারায় নেই। ওনারা সবার জন্য সারাজীবন ফাঁদ পেতে পেতে এখন ওনারা যা কিছু দেখে সব শুভ উদ্যোগকে ফাঁদ মনে করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি জেআর ওয়াদুদ টিপু, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, প্যানেল মেয়র হেলাল হোসাইনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

নজরুল ইসলাম আতিক/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।