বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত


প্রকাশিত: ০৮:২৩ এএম, ০৬ মার্চ ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় রূপা মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর এলাকার একটি বিল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রূপা উপজেলার চর ইসলামপুর গ্রামের মাহবুব মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিন মাস আগে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার চর ইসলামপুর গ্রামের কালাম মিয়ার সঙ্গে একই গ্রামের জামাল মিয়ার সমর্থকদের সংঘর্ষ হয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করা হলেও গত মঙ্গলবার জামাল মিয়ার সমর্থক কাউছারকে রাস্তায় একা পেয়ে কালাম মিয়ার কয়েকজন সমর্থক মারধর করেন। বর্তমানে কাউছার ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার জের ধরে শনিবার রাতে জামাল মিয়ার সমর্থক রূপাকে কালাম মিয়ার সমর্থকরা ধরে নিয়ে গিয়ে টেঁটা দিয়ে আঘাত করে হত্যার পর তার মরদেহ স্থানীয় মোহাম্মদপুর এলাকার একটি বিলে ফেলে পালিয়ে যান। পরে সকালে ওই বিলে রূপার মরদেহ ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসী রূপার বাড়িতে খবর দেন। এ নিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রূপার মরদেহ থানায় নিয়ে আসে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

আজিজুল আলম সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।