মাদক কারবারে সহযোগিতায় পদ হারালেন জাতীয় পার্টি নেতা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:১১ এএম, ১২ এপ্রিল ২০২৩
দল থেকে বহিষ্কার হয়েছেন জাতীয় পার্টির নেতা মনিরুজ্জামান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক কারবারে সহযোগিতা করা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে মনিরুজ্জামান নামে জাতীয় পার্টির (জাপা) এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত মনিরুজ্জামান সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার আদিষ্ট হয়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মনিরুজ্জামান মাদক কারবারে সহযোগিতা ও জাতীয় পার্টির সাংগঠনিক কর্মসূচি কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করা হলো। এ আদেশ বিজ্ঞপ্তি প্রকাশ হতেই কার্যকর হবে।

জাতীয় পার্টি থেকে বহিষ্কারের বিষয়ে মনিরুজ্জামান বলেন, পার্টি ভালো মনে করেছে তাই আমাকে বহিষ্কার করেছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। তবে মাদকের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।