মেহেরপুরে চার্চে ডাকাতির ঘটনায় আটক ৪


প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৬ মার্চ ২০১৬

মেহেরপুরের মুজিবনগরে ক্যাথলিক চার্চের সিস্টার কোয়ার্টারে ডাকাতির ঘটনায় নৈশ প্রহরীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

আটকরা হলেন- নৈশ প্রহরী ব্রনো মন্ডল ও হারা মন্ডল, ডাকাত দলের সদস্য ভবরপাড়া গ্রামের বিকাশ মন্ডল ও বাগোয়ান গ্রামের ফারুক হোসেন।

মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, শনিবার দিবাগত রাতে গির্জার সিস্টার কোয়ার্টারের তালা ভেঙে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। এ সময় সিস্টার মমতা মন্ডল ও মাদার তেরেজার হাত-পা বেঁধে নগদ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল রাতেই অভিযান চালিয়ে গির্জার দুই নৈশ প্রহরীকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে সকালে একই গ্রাম থেকে ডাকাত দলের দুই সদস্যকে সন্দেহভাজন হিসেবে আটক করে।

এদিকে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

আতিকুর রহমান টিটু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।