মাগুরায় ২য় ধাপের মনোনয়ন পত্র বাছাই


প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৬ মার্চ ২০১৬

২য় ধাপের ইউপি নির্বাচনের জন্য রোববার মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই করা হয়েছে।

এসময় সব মিলিয়ে ৬১৩ জন প্রার্থীর মধ্যে ৬০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসাবে ঘোষণা করা হয়। ব্যাংক ঋন, মামলার আসামি ও অসম্পূর্ণ মনোনয়ন পত্র দাখিলের জন্য বাছাই পর্বে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

জানা গেছে, ১২ ইউনিয়নে ৬ জন রিটার্নিং অফিসারের কক্ষে পৃথক পৃথক যাচাই বাছাই শেষে চেয়ারম্যান পদে ৫৫ প্রার্থীর সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মোট মেম্বার প্রার্থী ৪৩৮ জনের মধ্যে ১ জনের বাতিল হয়েছে। এবং মোট ১২০জন সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

আগামী ১৪ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

আরাফাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।