ছাত্রলীগ নেতা রোহান হত্যা মামলার সব আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১২ এপ্রিল ২০২৩

খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ও সরকারি সিটি কলেজ নেতা সৈকত হাসান রোহান হত্যা মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১২ এপ্রিল) খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।

খালাসপ্রাপ্তরা হলেন নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার মিজান শেখ (৩৮), মিরাজ শেখ (৩৩), আল আমিন (৪০), তৌহিদ শেখ (২৮), মুরাদ (৩০), একরাম শেখ (৪৫), মো. ইব্রাহিম শিকদার (২২), হাসানুজ্জামান সরদার (২৮), তুহিন (২৮), মো. ইব্রাহিম আলী (২৬), রিয়াজুল (৩২), মো. বেল্লাল শেখ (২২), মো. আব্দুর রাজ্জাক (২৯), মো. জয়নাল আবেদীন (৩৫) ও মো. শাহদাত আনসারী (২৪)।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ছায়েদুল হক শাহিন আসামিদের খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

নথির বরাত দিয়ে তিনি বলেন, ২০১৬ সালের ৩১ আগস্ট রাত পৌনে ১১টার দিকে নগরীর আহসান আহমেদ রোডের পিটিআই মোড় সংলগ্ন তপন স্টোরের সামনে ১০/১২ জন অস্ত্রধারী পূর্ব শত্রুতার জেরে মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ও সরকারি সিটি কলেজের নেতা সৈকত রোহানকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এসময় তারা রোহানের দুই হাতের কবজি, পায়ের রগ কেটে মৃত ভেবে ফেলে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা জেনারেল হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১২টার দিকে রোহানের মৃত্যু হয়।

ছায়েদুল হক আরও বলেন, এ ঘটনায় নিহতের মা রাশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৮/১০ জনকে আসামি করে মামলা করেন। ২০১৯ সালের ২৫ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই মো. সফিউল আলম ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ২৮ সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষ্য দেন। পরে বুধবার আদালত চার্জশিটভুক্ত সব আসামিকে খালাস দেন।

সূত্র জানায়, নিহত রোহানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি ও ডাকাতির প্রস্তুতিসহ ১১টি মামলা ছিল।

আলমগীর হান্নান/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।