সোনারগাঁ জাদুঘরে শুরু হচ্ছে ১৬ দিনব্যাপী বৈশাখী মেলা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১৩ এপ্রিল ২০২৩
সোনারগাঁয়ে বৈশাখী মেলার প্রস্তুতি চলছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে শুরু হচ্ছে ১৬ দিনব্যাপী বৈশাখী মেলা।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রবিউল ইসলাম।

jagonews24

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এবারের বৈশাখী মেলাটি ১৪-২৯ এপ্রিল পর্যন্ত চলবে। মেলায় ৩০টি স্টল বরাদ্দ থাকবে। তবে এবার কোনো মঙ্গল শোভাযাত্রা এবং আনুষ্ঠানিক উদ্বোধন হবে না। বর্তমানে দোকান নির্মাণের কাজ চলছে। এছাড়া জাদুঘরের সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলোকসজ্জার কাজ চলছে।

 Source https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/si-3-20230413172746.jpg

এ বিষয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রবিউল ইসলাম বলেন, এ বছরের মেলায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। আমাদের মূল কর্মসূচি থাকবে বৈশাখী মেলা। তবে প্রতিবছর মেলায় যেভাবে আলোকসজ্জা করা হয় এবার ঠিক সেরকমই হচ্ছে। মেলায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা আমাদের সিসি টিভি ক্যামেরা পর্যবেক্ষণে রাখা হবে।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।